এই আইনের ফলে এখন থেকে আর অপ্রাপ্তবয়স্ক কেউ ট্রান্সজেন্ডারদের জন্য নির্ধারিত লিঙ্গনির্ধারণী স্বাস্থ্যসেবা নিতে পারবেন না।
অপ্রাপ্তবয়স্কদের জন্য ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা নিষিদ্ধ হওয়ার পর অ্যামেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনসহ প্রতিটি প্রধান স্বাস্থ্যসংস্থা এর বিরোধিতা করেছে।
চলতি বছর যতগুলো স্টেইটে এই স্বাস্থ্যসেবা নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটিতে নতুন আইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত মাসে জিওপি নিয়ন্ত্রিত আইনসভা গভর্নর অ্যাবটের কাছে বিলটি পাঠায়। এই আইনে ডেমোক্রেটদের আপত্তি থাকার পরেও রিপাবলিকানরা সেনেটে এর পক্ষে ছিলেন।
বিষয়টি নিয়ে ট্রান্স অধিকারকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তারা বিক্ষোভ নিয়ে চেম্বার গ্যালারি থেকে হাউযে আসলে পুলিশের বাধা দেয়।
এ পর্যন্ত অ্যামেরিকায় মোট ১৮টি স্টেইটে এই স্বাস্থ্যসেবা নিষিদ্ধ করা হয়েছে।