মেসি জানেন না আর কতদিন জাতীয় দলে খেলবেন

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ০:৫৬

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি। ছবি: টুইটার

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি। ছবি: টুইটার

  • 0

আর্জেন্টিনার সকার সুপারস্টার লিওনেল মেসি জানিয়েছেন, আর কতদিন আন্তর্জাতিক অঙ্গনে খেলা চালিয়ে যাবেন সেটা তিনি নিজেই জানেন না। আপাতত জাতীয় দলের হয়ে সময়টা উপভোগ করতে চান তিনি।

আর্জেন্টিনার জাতীয় টিভি চ্যানেল টিভি পুবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান মেসি। বুধবার সাক্ষাৎকারটি প্রচার করেছে টিভি পুবলিকা।

সাক্ষাৎকারে জাতীয় দলের সতীর্থদের নানা প্রশ্নের জবাব দেন মেসি। ‘আর কতদিন জাতীয় দলের খেলতে চান’, মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওসের এ প্রশ্নের উত্তরের সাতবারের ব্যলন ডরজয়ী এ তারকা বলেন, ‘সত্যি কথা বলতে, আমি জানি না। সবকিছু জিতে যাওয়ার পর এখন উপভোগ করার সময়। ঈশ্বর যখন চাইবেন তখন দেখা যাবে।

‘তবে, এ বয়সে এটুকু বলতে পারি যে আর খুব বেশিদিন বাকি নেই আমার। ঠিক কবে শেষ হবে সেটা বলতে পারছি না।’

ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের করা প্রশ্নের জবাবে মেসি বলেন, জাতীয় দলের সাফলই তার কাছে সবার ওপরে।

৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড বলেন, ‘আমাদের দেশের মানুষ আফসোস করছিলেন। আমি তাদের জন্য সবসময়ই কিছু করতে চেয়েছি। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। আমি কখনই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা বন্ধ করিনি।’

মেসি এখন মায়ামিতে আছেন। রোববার তার নতুন ক্লাব ইন্টার মায়ামি তাকে ভক্ত ও দর্শকদের সামনে উপস্থাপন করবে।


0 মন্তব্য

মন্তব্য করুন