দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ট্রাম্প প্রশাসন।
বার্তা সংস্থা রুয়টার্স জানায়, বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছি, বড় একটি জাহাজ, সবচেয়ে বড়টি। আরও অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের তিনজন কর্মকর্তা জানান, উপকূলীয় সেনাদের নেতৃত্বে ওই জাহাজটি জব্দ করা হয়েছে।
জাহাজটির নাম, কোন দেশের পতাকা ছিল, ঠিক কোথায় জব্দ করা হয়েছিল এসব তথ্য প্রকাশে অসম্মতি জানান কর্মকর্তারা।
ব্রিটিশ নৌপরিবহন ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড জানায়, বুধবার সকালে ভেনেজুয়েলা থেকে তেলবাহী জাহাজটি জব্দ করা হয় বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি পূর্বে ইরানের সঙ্গে তেল বাণিজ্যে জড়িত থাকার দাবি অ্যামেরিকা এটি জব্দ করে।
জব্দের খবর ছড়ানোর পরপর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।
ভেনেজুয়েলার আয়ের গুরুত্বপূর্ণ উৎস তেল। দেশটিতে আছে এ খনিজ সম্পদের বিপুল মজুদ।
তবে জাহাজ জব্দের এ ঘটনা দেশটির তেলবাহী বাণিজ্য প্রতিরোধ চেষ্টার পূর্বাভাস হতে পারে বলে মনে করছেন অনেকে।
এ ঘটনায় তেলের মূল্য বৃদ্ধি ও অ্যামেরিকা-ভেনেজুয়েলা সংকট আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলার সরকার।