'মুন্না ভাই এমবিবিএস' সিনেমার ঘটনা বাস্তবে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫ ২০২৫, ৮:২০ হালনাগাদ: অক্টোবর ১৭ ২০২৫, ১৮:০১

পুলিশের হাতে গ্রেপ্তার পুলক মালাকার। ছবি: এনডিটিভি

পুলিশের হাতে গ্রেপ্তার পুলক মালাকার। ছবি: এনডিটিভি

  • 0

ভুয়া চিকিৎসক সেজে প্রায় ৫০টি সিজারিয়ান সেকশন বা সি-সেকশন করেছেন এক ব্যক্তি।

ভারতের জনপ্রিয় সিনেমা মুন্না ভাই এমবিবিএসের ঘটনা এবার বাস্তবে দেখা গেল। সিনেমার গল্পের মতোই ভুয়া চিকিৎসক সেজে প্রায় ৫০টি সিজারিয়ান সেকশন বা সি-সেকশন করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের শিলাচরে।

পুলক মালাকার নামে এই ভুয়া চিকিৎসক নিজেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে এক দশকেরও বেশি সময় ধরে শিলচরের দুটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করেছেন।

এনডিটিভি জানিয়েছে, অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশন করার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিনিয়র পুলিশ অফিসার নুমাল মাহাত্তা বলেন, ‘আমরা তার সম্পর্কে তথ্য পাই এবং তদন্ত শুরু করি। সমস্ত নথি যাচাই করার পর, আমরা জানতে পারি তার সমস্ত সার্টিফিকেট জাল। সে একজন ভুয়া ডাক্তার ছিল এবং বহু বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল।’

আসামের শ্রীভূমির বাসিন্দা মালাকারকে সোমবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি আসাম ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার নেতৃত্বাধীন সরকার এই বছরের জানুয়ারিতে একটি বিশেষ ইউনিট - অ্যান্টি-কোয়েকারি অ্যান্ড ভিজিল্যান্স সেল - গঠন করে, যা রাজ্য পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।

এই ইউনিটটি এখন পর্যন্ত নকল ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা দায়ের করেছে।

হাতুড়ে এসব চিকিৎসকরা মূলত ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলের নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের ফাঁদে ফেলে।