নিউ ইয়র্ক সিটি নির্বাচন: কুওমোর তহবিল নিয়ে প্রশ্ন ডেমোক্র্যাটদের

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: মে ২১ ২০২৫, ০:৩৮

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক গভর্নর এন্ড্রিও কুওমো। ছবি: নিউ ইয়র্ক টাইমস

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক গভর্নর এন্ড্রিও কুওমো। ছবি: নিউ ইয়র্ক টাইমস

  • 0

বিশ্লেষকরা বলছেন, সময় যত ঘনিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে ডেমোক্র্যাটিক প্রাইমারির সমীকরণ।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা সাবেক গভর্নর এন্ড্রিউ কুওমোর নির্বাচনি তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটিক পার্টির অন্য প্রার্থীরা।

তারা বলছেন, বিলিয়নেয়ার ও করপোারেট গোষ্ঠী নিজেদের স্বার্থে কুওমোর নির্বাচনি তহবিল গঠনে সহযোগিতা করছে।

এদিকে জনমত জরিপে দ্বিতীয় স্থানে থাকা জোরান মামদানির প্রতি সমর্থন ঘোষণা করেছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বোম্যান।

এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, সময় যত ঘনিয়ে আসছে, ততই জটিল হয়ে উঠছে ডেমোক্র্যাটিক প্রাইমারির সমীকরণ।

জরিপে কার অবস্থান কেমন

ডেমোক্র্যাটিক প্রাইমারির ছয় সপ্তাহ আগে পরিচালিত সবশেষ জরিপে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে ছিলেন সাবেক গভর্নর কুওমো।

কুওমোর জনপ্রিয়তা যখন ৩৭ শতাংশ, নিকটতম প্রার্থী জোরান মামদানির গ্রহণযোগ্যতা সেখানে ১৮ শতাংশ। তবে গোল বেধেছে কুওমোর নির্বাচনি তহবিল সংগ্রহ নিয়ে।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, আইপ্যাকের মিলিয়ন ডলারের তহবিলের বাইরেও কুওমোর পক্ষে পরোক্ষভাবে তহবিল সংগ্রহ করছে ‘রিস্টোর স্যানিটি এনওয়াইসি’ নামে একটি অলাভজনক সংস্থা। চলতি বছরের এপ্রিল মাসে কুওমোর অনানুষ্ঠানিক উপদেষ্টা ক্রিস কফির নামে এ সংগঠনের রেজিস্ট্রেশন করা হয়েছে।

সমালোচনা ও কুওমোর আত্মপক্ষ সমর্থন

কুওমোর নির্বাচনি তহবিল নিয়ে সমালোচনা করছেন অন্য মেয়র প্রার্থীরা, তবে কুওমোর ক্যাম্পেইন থেকে দাবি করা হচ্ছে অন্য প্রার্থীরা ভোটারদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপকৌশল নিয়েছেন।

এ অবস্থায় বেশ সুবিধা পেতে পারেন মেয়র প্রার্থী জোরান মামদানি। তাকে নতুন করে সমর্থন ঘোষণা করেছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বোম্যান।

গাজার পক্ষে অবস্থান নেওয়ায় আইপ্যাক বোম্যানের বিরুদ্ধে বড় তহবিল ঘোষণার পর গেল নির্বাচনে হেরে যান তিনি।

ভোটারদের সামনে জটিল সমীকরণ

একদিকে কুওমো ও মামদানির দ্বৈরথ, অন্যদিকে ইনডিপেনডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এরিক এডামসের প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে ভোটারদের সামনে জটিল সমীকরণ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে রাইজ আপ নিউ ইয়র্ক সিটির প্রেসিডেন্ট শামসুল হক বলেন, ‘৪০ বছরের হিস্ট্রি থেকে নিউ ইয়র্ক সিটির বলা যাচ্ছে যে, এবারের ইলেকশনটা খুবই আনপ্রেডিক্টেবল হবে। দেখা যাইতেছে যে, কুওমো শুধু ডেমোক্র্যাট পার্টিতে রান করবে না, উনি জেনারেল ইলেকশনে ইনডিপেনডেন্ট হিসেবে রান করবে। তখন হবে কী যে মডারেট যে ভোট, যেগুলা আছে, মেয়র রান করতেছে ইনডিপেনডেন্ট হিসেবে, কুওমো যদি ইনডিপেনডেন্ট হিসেবে রান করে, তাহলে ভোট ভাগাভাগি হয়ে যাবে।

‘ইন দ্যাট কেস জোরান যদি নমিনেশন পায় ডেমোক্র্যাটিক পার্টি থেকে, তাহলে…চলে আসার সম্ভাবনা বেশি। যদি জোরান হারে এই প্রাইমারি ইলেকশনে, তাহলে দেখা যাবে সে হয়তো ওয়ার্কিং ফ্যামিলি পার্টি থেকে রান করতেছে। আর কুওমো রান করতেছে ডেমোক্র্যাটিক পার্টি থেকে নমিনি হিসেবে। সো সেই হিসাবে কিন্তু আবার যে একেবারে লড়াই হবে এরিক এডামস এবং এন্ড্রিও কুওমোর মাঝামাঝি।’

বর্তমানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৯ প্রার্থী প্রতিযোগিতার দৌড়ে থাকলেও রেজিস্টার্ড ডেমোক্র্যাটরা র‌্যাংক চয়েজ ক্যাটাগরিতে পাঁচজনকে ভোট দিতে পারবেন।