ইউক্রেনে অস্ত্র পাঠানো স্থগিত করল অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১ ২০২৫, ২৩:৪৯

ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার অবস্থান লক্ষ্য করে ছোড়ার জন্য ২০২৩ সালে অ্যামেরিকার সরবরাহ করা এম৭৭৭ হাউয়িটজার প্রস্তুত করেন ইউক্রেনীয় সেনারা। ছবি: লিবকস/এপি ফাইল

ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার অবস্থান লক্ষ্য করে ছোড়ার জন্য ২০২৩ সালে অ্যামেরিকার সরবরাহ করা এম৭৭৭ হাউয়িটজার প্রস্তুত করেন ইউক্রেনীয় সেনারা। ছবি: লিবকস/এপি ফাইল

  • 0

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানান, ডিপার্টমেন্ট অব ডিফেন্স বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে দেওয়া অ্যামেরিকার সমর্থন ও সহায়তা নিয়ে যে পর্যালোচনা করেছে, তার ভিত্তিতে চালান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামেরিকার সামরিক বাহিনীর মজুতে টান পড়ার আশঙ্কায় ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান পাঠানো স্থগিতের নির্দেশ দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ।

দুজন প্রতিরক্ষা কর্মকর্তা, কংগ্রেসের দুই কর্মকর্তা এবং ওয়াকিবহাল দুটি সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা, মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার এবং ইসরায়েলকে দেওয়া চালানের কারণে অ্যামেরিকার অস্ত্রের মজুত কমেছে।

এমন বাস্তবতায় চার কর্মকর্তা সিবিএসকে জানান, অস্ত্রের মজুত পর্যালোচনায় সংশ্লিষ্টদের কাছে শুরুতে একটি লিখিত বার্তা দেন হেগসেথ। এর কয়েক সপ্তাহ পর তিনি সামরিক সরঞ্জামগুলোর চালান পাঠানো স্থগিতের নির্দেশ দেন।

দুই প্রতিরক্ষা কর্মকর্তা ও কংগ্রেসের দুজন কর্মকর্তা জানান, মজুত সংক্রান্ত পর্যালোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত অস্ত্রের চালান বন্ধ রাখা হতে পারে। অস্ত্রের জোগান সংকট থাকলে কিংবা বিশ্বের অন্য প্রান্তে অস্ত্র পাঠানোর দরকার হলে আরও দীর্ঘ সময় ধরে চালান পাঠানো স্থগিত রাখা হতে পারে।

চার কর্মকর্তা ও দুই সূত্র চালান আটকে যাওয়া অস্ত্রগুলোর কথা জানিয়েছেন। সেগুলো হলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহতে সক্ষম বেশ কিছু প্যাট্রিয়ট ইন্টারসেপটর, হাউয়িটজার কামানের কয়েক হাজার ১৫৫ মিলিমিটার গোলা, শতাধিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র, জিএমএলআরএস হিসেবে পরিচিত ২৫০টি প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বেশ কিছু স্ট্রিংগার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, এআইএম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং গ্রেনেড লঞ্চার।

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানান, ডিপার্টমেন্ট অব ডিফেন্স বিশ্বজুড়ে বিভিন্ন দেশকে দেওয়া অ্যামেরিকার সমর্থন ও সহায়তা নিয়ে যে পর্যালোচনা করেছে, তার ভিত্তিতে চালান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যামেরিকার সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রশ্নাতীত। ইরানকে জিজ্ঞাসা করলে এর উত্তর পাওয়া যাবে।

সম্প্রতি ইরানের তিন পরমাণু ক্ষেত্রে বোমা হামলা চালায় অ্যামেরিকা। সেখানে বোমারু বিমানের পাশাপাশি টমাহক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়।

প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিফেন্স ডিপার্টমেন্ট।