ফাইনালসের শুরুর দুই কোয়ার্টারে প্রাধান্য বিস্তার করে খেলে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হিট। ২৪-২২ ও ২৭-২২ পয়েন্টে কোয়ার্টার শেষ করে হাফটাইমে ৭ পয়েন্টে এগিয়ে যায় তারা।
বিরতির পর জ্বলে ওঠে নাগেটস। ২৬-২০ ও ২৪-১৮ পয়েন্টে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে এগিয়ে থেকে ম্যাচ ও শিরোপা জয় নিশ্চিত করে তারা।
নাগেটসের হয়ে ১৬ রিবাউন্ড ও চার অ্যাসিস্টসহ ২৮ পয়েন্ট স্কোর করেন তারকা সেন্টার নিকোলা ইয়োকিচ। ফাইনালসের সেরা খেলোয়াড়ও হয়েছেন ২৮ বছর বয়সী এ সার্বিয়ান।
মায়ামি হিটের জিমি বাটলার ২১ পয়েন্ট স্কোর করলেও দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।