ট্রাক থেকে পড়ে আহত ব্যক্তির সেবায় হাওয়াই গভর্নর

টিবিএন ডেস্ক

জুন ১০ ২০২৩, ১৫:১৫

কোয়াই দ্বীপে একটি ট্র্যাফিক দুর্ঘটনার ঘটনাস্থলে সহায়তা করেছিলেন হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন। ছবি: সংগৃহীত

কোয়াই দ্বীপে একটি ট্র্যাফিক দুর্ঘটনার ঘটনাস্থলে সহায়তা করেছিলেন হাওয়াইয়ের গভর্নর যশ গ্রিন। ছবি: সংগৃহীত

  • 0

হাওয়াইয়ের গভর্নর ও সাবেক ইমার্জেন্সি মেডিসিন ফিজিশিয়ান (ইআর) যশ গ্রিন পিকআপ ট্রাকে থেকে পড়ে আহত এক ব্যক্তির সাহায্যে এগিয়ে এসেছেন। কোয়াই দ্বীপে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এ নিয়ে তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো রোড সাইড ইমার্জেন্সিতে সাড়া দিলেন গ্রিন।

গভর্নরের মুখোপাত্র মাকানা ম্যাকক্লেলান জানান, গভর্নর কোয়াই ভ্রমণের সময় তার গাড়ির সামনের একটি পিকআপ ট্রাকের পেছনে বসা এক ব্যক্তিকে ছিটকে পড়তে দেখে। ২৫ বছর বয়সী ওই লোকটি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। 

ম্যাকক্লেলান এক বিবৃতিতে বলেন, ‘গভর্নর ও তার দল ৯১১ নম্বরে কল দেন এবং আহত ব্যক্তিকে নিরাপদে নিয়ে যেতে সহায়তা করেন। গভর্নর তার স্নায়বিক অবস্থা ও শ্বাসযন্ত্রের পরীক্ষা করেন। এরপর ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস না আসা পর্যন্ত তার পরিবারের সঙ্গে অবস্থান করেন।’

এ ঘটনা নিয়ে গভর্নর এক বিবৃতিতে বলেন, ‘তরুণদের কখনোই ট্রাকের পেছনে বসা উচিত নয়। আমি বলব কারোরই ট্রাকের পেছনে চড়া উচিত নয়, সবারই সিটবেল্ট বাঁধা থাকা উচিত।’

গত মাসেও উলটে যাওয়া গাড়ির এক ব্যক্তিকে সাহায্য করার পর সিটবেল্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন গভর্নর।


0 মন্তব্য

মন্তব্য করুন