ফিলাডেলফিয়ায় রবিবার শুরুর সময়ে বিস্ফোরণে তিন ভবন ধসে কমপক্ষে এক ব্যক্তি নিহত ও দুই নারী আহত হয়েছেন।
পেনসিলভেনিয়ার সবচেয়ে জনবহুল শহরটির ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।
ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, রবিবার ভোররাত চারটা ৫০ মিনিটের দিকে ১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে বিস্ফোরণের খবর পেয়ে সাড়া দেয় বাহিনীটি।
ফায়ার ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্থি জানান, একই সারিতে থাকা তিনটি বাড়িতে বিস্ফোরণ হয়।
তিনি জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এসব বাড়িতে লোকজন আটকা পড়েন। দুজন বাসিন্দার অবস্থান শনাক্তে সক্ষম হয় ফায়ার ডিপার্টমেন্ট। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এ কর্মকর্তা জানান, আহত উভয়ই বয়স্ক নারী। তাদের একজনের অবস্থা গুরুতর এবং অন্যজন স্থিতিশীল অবস্থায় আছেন।
এনবিসি নিউজ জানায়, ফায়ার ডিপার্টমেন্ট পরবর্তী সময়ে বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর জানায়। যদিও ভুক্তভোগীর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি কর্মকর্তারা।
ম্যাককার্থি জানান, উৎসস্থল হিসেবে পরিচিত বাড়িটিতে বিস্ফোরণে ধসের পর এ ধরনের আরও ঘটনা ঘটে। এ ঘটনায় একই সারিতে থাকা কমপক্ষে পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘গোলমেলে’ আখ্যা দিয়ে ম্যাককার্থি জানান, আরও বাড়ি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেই মূল নজর দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আশপাশের বাড়িগুলোর স্থিতিস্থাপকতা। ক্ষতি ছড়িয়ে পড়া রোধে কাজ করছে ফায়ার ডিপার্টমেন্ট।