সৌদিতে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও সুদানে সংঘর্ষ

টিবিএন ডেস্ক

মে ৮ ২০২৩, ২৩:৪০

যুদ্ধরত দুই বাহিনী সৌদিতে আলোচনায় বসলেও সুদানে থেমে নেই সংঘর্ষ। ছবি: গেটি ইমেজ

যুদ্ধরত দুই বাহিনী সৌদিতে আলোচনায় বসলেও সুদানে থেমে নেই সংঘর্ষ। ছবি: গেটি ইমেজ

  • 0

সুদানে যুদ্ধরত দুই পক্ষের প্রতিনিধিরা যখন সৌদি আরবে আলোচনায় বসেছেন, তখনও দেশটিতে থেমে থেমে শোনা গেছে গুলির শব্দ।

আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কয়েক দফা যুদ্ধে বিরতি দিলেও দুইপক্ষের সদস্যদের মধ্যে গোলাগুলি, হামলা-পাল্টা হামলা কোনোবারই বন্ধ থাকেনি। 

এরইমধ্যে শনিবার থেকে সৌদির জেদ্দায় আলোচনায় বসেছেন সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর (আরএসএফ) প্রতিনিধিরা। এই আলোচনার উদ্যোক্তা অ্যামেরিকান ও সৌদি প্রশাসন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে আলোচনা কিছুদিন চলবে। আশা করা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহের সুযোগ করে দিতে দুইপক্ষ কার্যকর যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছাবে।
 


]রাজধানী খার্তুমে গত ১৫ এপ্রিল শুরু হয় সুদানের এই দুই বাহিনীর আধিপত্যের সংঘর্ষ। তিন সপ্তাহে তা ছড়িয়ে পরে অন্যান্য শহরেও। এতে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখও মানুষ। যারা রয়ে গেছেন, তারা মানবিক সংকটে পড়েছেন।

যুদ্ধবিরতির সুযোগে সুদান থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিয়েছে বিভিন্ন রাষ্ট্র।


0 মন্তব্য

মন্তব্য করুন