নিউ মেক্সিকোর আলবুকাকিতে অবস্থিত ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর ডরমিটরি কমপ্লেক্সে শুক্রবার শুরুর ঘণ্টাগুলোতে বন্দুক হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ক্যাম্পাস পুলিশ।
হামলাকারী তাৎক্ষণিকভাবে ধরা পড়েননি। পুলিশ জানিয়েছে, তিনি ক্যাম্পাস এলাকায় থাকতে পারেন।
সিবিএস নিউজ জানায়, ভুক্তভোগী কারা এবং তারা শিক্ষার্থী কি না, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।
সিবিএসের অ্যাফিলিয়েট সংবাদমাধ্যম কেআরকিউই জানায়, ইউনিভার্সিটির ক্যাসাস দেল রিও ছাত্রাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো জানায়, ব্যাপক সতর্কতা থেকে মূল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।
বন্দুক হামলার সুনির্দিষ্ট সময় জানা যায়নি।
ক্যাম্পাস পুলিশ জানায়, শুক্রবার শুরুর দিকে তারা গুলি ছোড়ার খবর পায়।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি রাত তিনটা ২৭ মিনিটে বন্দুক হামলার বিষয়ে প্রথমে অবগত করে।
নিউ মেক্সিকো হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য মারিয়ানা আনায়া এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের সময় বন্দুক হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, যে সময়ে শিক্ষার্থী ও তাদের পরিবারের মন আশা, উচ্ছ্বাস ও সম্ভাবনায় পরিপূর্ণ থাকার কথা ছিল, সে সময়ে নগরজুড়ে শিক্ষার্থী ও বাসিন্দাদের নিরাপত্তার অনুভূতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্দুক হামলার বিষয়ে যেকোনো তথ্য জানাতে ক্যাম্পাস পুলিশ ডিপার্টমেন্টে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো আলবুকাকির পাবলিক বিশ্ববিদ্যালয়। এতে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার।