অবৈধ অভিবাসন কার্যক্রমে জড়িত ভারতের ট্রাভেল এজেন্সিগুলোর ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে অ্যামেরিকা।
ডিপার্টমেন্ট অব স্টেইটের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানভিত্তিক জিও নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, জেনেশুনে অ্যামেরিকায় অবৈধ অভিবাসনে সহায়তায় জড়িত ভারতভিত্তিক ও ভারতে কর্মকাণ্ড চালানো ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ডিপার্টমেন্ট অব স্টেইট।
ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘আমাদের দিল্লি মিশনের কনসুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিন আমাদের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এ ধরনের অবৈধ অভিবাসন, মানব পাচার ও অন্যান্য পাচারে জড়িতদের শনাক্ত করতে কাজ করে। আমরা বিদেশিদের পাচার নেটওয়ার্ক বন্ধ করতে ট্রাভেল এজেন্সির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারির জন্য পদক্ষেপ অব্যাহত রাখব।’
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে অ্যামেরিকার সামরিক বাহিনীর একটি বিমান ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে পাঞ্জাবের অমৃতসর শহরে ফিরিয়ে নিয়ে যায়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সামরিক বিমান ব্যবহার করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়।
ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, ওই ১০৪ জন অভিবাসীর মধ্যে ৩০ জন পাঞ্জাবের। বাকি ৩৩ জন করে ৬৬ জন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট এবং হরিয়ানার বাসিন্দা ছিলেন।