সুপ্রিম কোর্টে হোঁচট খেয়ে ভিন্ন পরিকল্পনায় বাইডেন

টিবিএন ডেস্ক

জুন ৩০ ২০২৩, ২২:০৫

অ্যামেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

অ্যামেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

স্টুডেন্ট লোন মওকুফের বাইডেন প্রশাসনের পরিকল্পনা সুপ্রিম কোর্টে আটকে গেলেও ঋণ নেয়া শিক্ষার্থীদের স্বস্তি দিতে নতুন পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সুপ্রিম কোর্টের আদেশের পর শুক্রবার হোয়াইট হাউযের এক কর্মকর্তা জানিয়েছেন, ঋণ নেয়া শিক্ষার্থীদের সুরক্ষায় শিগগিরি নতুন পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেবেন প্রেসিডেন্ট।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আদালতের সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করছি আমরা। তবে এমন পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে… প্রেসিডেন্ট পরিষ্কার করেই জানাবেন যে তিনি এই লড়াই চালিয়ে যাবেন এবং স্টুডেন্ট লোন গ্রহীতাদের সুরক্ষায় নতুন পরিকল্পনার ঘোষণা দেবেন।'

তিনি আরও জানান, শুক্রবার রাতে এ নিয়ে কথা বলতে পারেন প্রেসিডেন্ট।

৪৩০ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফে বাইডেন প্রশাসনের নেয়া‌ পরিকল্পনা শুক্রবার আটকে দেয় সুপ্রিম কোর্ট। চিফ জাস্টিস জন রবার্টসসহ ৯ বিচারকের বেঞ্চে শুক্রবার ৬-৩ ভোটে পরিকল্পনাটির বিপক্ষে আদেশ আসে।

পরিকল্পনা সুপ্রিম কোর্ট অনুমোদন করলে ৪৩ মিলিয়ন অ্যামেরিকান লোন শোধের দায় থেকে মুক্তি পেতেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রিপাবলিকানরা এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছিল। তাদের মতে, যেখানে অন্য ফেডারেল লোন গ্রহীতাদের স্বস্তি দেয়ার মতো কোনো ধরনের সুবিধা নেই, সেখানে শুধু শিক্ষার্থীদের স্বস্তি দেয়ার পরিকল্পনা অন্যায্য।


0 মন্তব্য

মন্তব্য করুন