অভিবাসীদের নির্জন দ্বীপে পাঠানোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১ ২০২৫, ৬:০৪

ছোট দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস

ছোট দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস

  • 0

অস্ট্রেলিয়ায় বৈধভাবে থাকার অধিকার নেই এমন মানুষদের নাউরুতে নেওয়া হবে।

অভিবাসীদের হস্তান্তরের জন্য প্রশান্ত মহাসাগরীয় দেশ নাউরুর সাথে চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া। ফলে প্রায় ২২০ জন অভিবাসীকে এই নির্জন দ্বীপে পাঠাতে যাচ্ছে দেশটি।

এসব অভিবাসীদের মধ্যে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত কয়েকজন অপরাধীও রয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান সরকার জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নাউরু সফরে গিয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছেন। এই চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় বৈধভাবে থাকার অধিকার নেই এমন মানুষদের নাউরুতে নেওয়া হবে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও দীর্ঘমেয়াদী বসবাসের ব্যবস্থা থাকবে।

তবে বিবৃতিতে ক্যানবেরা (অস্ট্রেলিয়ার রাজধানী) এই চুক্তিতে উল্লেখ করা অর্থের পরিমাণ জানায়নি।

সিডনি মর্নিং হেরাল্ড জানায়, অস্ট্রেলিয়া নাউরুকে ২৬৭ মিলিয়ন ডলার দেবে এবং পরবর্তীতে প্রতি বছর প্রায় ৪৫ দশমিক ৮ মিলিয়ন ডলার করে দেওয়া হবে।

বার্ক এক বিবৃতিতে বলেন, ‘যাদের বৈধ ভিসা নেই তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।’

২০২৩ সালে অস্ট্রেলিয়ার কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। যেখানে কোর্ট জানায়, যে ব্যক্তিদের দেশ থেকে বহিষ্কার বা নির্বাসন করা সম্ভব নয়, তাদেরকে আটক কেন্দ্রে বা জেলে অনির্দিষ্টকালের জন্য রাখা বেআইনি।

এই রায়ের পর অনেককে মুক্তি দিতে সরকার বাধ্য হয়। রায়ের ফলস্বরূপ প্রায় ২২০ জন মানুষ মুক্ত পায়।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র নাউরুর আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার। নাউরু অস্ট্রেলিয়ার সাহায্যের ওপর অনেকটাই নির্ভরশীল। তাই দেশটি অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রাখে।