সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এ রক্তপাত: তারেক রহমান

বাসস

প্রকাশিত: ডিসেম্বর ১৯ ২০২৫, ০:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বাসস

  • 0

তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, কিছু দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে দেশব্যাপী খুন, জখম চালাচ্ছে। কোনো সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’

সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, কিছু দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে দেশব্যাপী খুন, জখম চালাচ্ছে। কোনো সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত।’

গত ১২ ডিসেম্বর চক্রান্তকারী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তরুণ এ রাজনীতিক।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র ও দেশের যারা শত্রু, তারাই শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করার পর আজ সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। এটি একটি চক্রান্তমূলক রাজনৈতিক হত্যা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা আবারও দেশে দুঃশাসন কায়েমের জন্য রক্ত ঝরাচ্ছে। ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস এবং ভোট ও নির্বাচনকে বানচাল করতেই শরিফ ওসমান হাদির ওপর হামলা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।