যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানে হামলার নির্দেশ ইসরায়েলের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৪ ২০২৫, ১০:৪৭

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি: জেরুজালেম পোস্ট

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি: জেরুজালেম পোস্ট

  • 0

ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছেন ইযরায়েলের দুই মন্ত্রী।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর প্রকাশের পর দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ‘তেহরান কাঁপবে।’

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর(আইডিএফ) চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ইরানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ তুলে এ হুঁশিয়ারি দেন তিনি।

এক্সে দেয়া এক পোস্টে ইয়াল জমির লিখেছেন, ‘ইরান সরকার যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। আমরা এর কড়া জবাব দেব।’

এর আগে ইসরায়েল দাবি করেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির পর তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুলরহিম মুসাভি দাবি করেছেন, গত কয়েক ঘণ্টার মধ্যে তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা মিথ্যা।

এরআগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করা হয়।