বেইজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২৯

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৯ ২০২৩, ২০:১২

বেইজিংয়ে হাসপাতালে আগুন, নিহত ২৯
  • 0

চীনের বেইজিংয়ে হাসপাতালে লাগা আগুনে ২৯ জন নিহত হয়েছেন।

রাজধানীর ফেংতাই ডিস্ট্রিক্টে চ্যাংফেং হাসপাতালে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো সে সময় খবর প্রচার করেনি। রাজধানীর অফিসিয়াল সংবাদমাধ্যম বেইজিং ডেইলি রাতে ছোট আকারে খবর দেয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে্র, প্রাণ বাঁচাতে একজন বহুতল ভবনটির জানালা দিয়ে বের হয়ে পাশের ভবনের ছাদে নামছেন। কয়েকজন জনালা দিয়ে বের হয়ে এয়ার কন্ডিশনারের ইউনিটের উপর দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছেন।

বেইজিং কর্তৃপক্ষ বুধবার সকালে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে খবরটি জানায়। বলা হয়, নিহতদের মধ্যে আছেন ২৬ জন ভর্তি রোগী, এক নার্স, এক কেয়ার ওয়ার্কার ও এক রোগীর স্বজন।

উদ্ধারকর্মীরা ১৪২ জনকে ভবন থেকে উদ্ধার করেন। এর মধ্যে ৩৯ আহত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

বেইজিং ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তা যাও ইয়াং জানান, হাসপাতাল ভবনটির ভেতরে সংস্কারকাজ চলছিল। সেখানে কোনোভাবে স্পার্ক হয়, আগুন ধরে যায় দাহ্য পেইন্টে। দ্রুত তা ছড়িয়ে পড়ে ভবনে।

বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরো কর্তৃপক্ষ জানায়, চরম অবহেলার অভিযোগে হাসপাতালের পরিচালক ও নির্মাণশ্রমিকসহ ১২ জনকে আটক করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন