স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকএইডে তালিকাভুক্ত সাত কোটি ৯০ লাখ ব্যক্তির ডেটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসকে প্রবেশাধিকার দিচ্ছে অ্যামেরিকার হেলথ ডিপার্টমেন্ট।
তালিকাভুক্তদের মধ্যে অ্যামেরিকায় অবৈধভাবে বসবাসকারী খুঁজে পেতে আইসকে সহায়তার লক্ষ্যে এ প্রবেশাধিকার দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ফেডারেল সংস্থাটি।
রয়টার্স জানায়, আইসকে মেডিকএইডে তালিকাভুক্তদের ডেটা দেখার সুযোগ করে দেওয়া প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পরিধি বাড়ানোর আরেকটি চেষ্টা। হেলথ ইন্স্যুরেন্স পোর্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্ট্যাবিলিটি অ্যাক্ট বা হিপার অধীনে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও বাড়াতে পারে ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগ।
এ বিষয়ে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস-এইচএইচএসের এক মুখপাত্র জানান, সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকএইড সার্ভিসেস-সিএমএস এবং আইসের তত্ত্বাবধায়ক ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের মধ্যে ডেটা বিনিময় হেলথ ডিপার্টমেন্টের আইনি কর্তৃত্বের মধ্যে পড়ে।
ওই মুখপাত্রের ভাষ্য, সিএমএস, ডিএইচএস এবং এইচএইচএসের মধ্যে সাম্প্রতিক ডেটা বিনিময় সম্পূর্ণভাবে আইনি কর্তৃত্ব এবং প্রযোজ্য সব আইন মেনে করা হয়েছে। এর উদ্দেশ্য আইনিভাবে প্রাপ্য ব্যক্তিদের মেডিকএইড সুবিধা দেওয়া।
ডিএইচএসের এক মুখপাত্র জানান, সিএমএসের সঙ্গে একটি উদ্যোগ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এর উদ্দেশ্য অ্যামেরিকায় অবৈধভাবে বসবাসকারী লোকজন যাতে মেডিকএইড সুবিধা না পায়, সেটি নিশ্চিত করা।
ডেটা বিনিময় চুক্তি নিয়ে বৃহস্পতিবার প্রথম প্রতিবেদন প্রকাশ করে অ্যাসোসিয়েটেড প্রেস-এপি। চুক্তিটি সোমবার সই হয় বলে জানায় বার্তা সংস্থাটি।