লেখক ধর্মঘটে বন্ধ ডি নিরোর নেটফ্লিক্স সিরিজ

টিবিএন ডেস্ক

জুন ৮ ২০২৩, ২১:৫৮

দুইবার অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো।   ছবি: সংগৃহীত

দুইবার অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

  • 0

সাইবার থ্রিলার ‘জিরো ডে’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে রবার্ট ডি নিরোর। শুটিংয়ের মাঝপথে লেখক ধর্মঘটের জন্য আটকে গেছে সিরিজের কাজ।

বিনোদন সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ভ্যারাইটি জানিয়েছে, জিরো ডের প্রোডাকশন এখন পুরোপুরি বন্ধ। আবার কবে তা শুরু হবে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি নেটফ্লিক্স।

মার্চে প্রোডাকশন শুরু হয় ৬ পর্বের এ সিরিজটির। এপ্রিলে শুটিংয়ে যোগ দেন ডি নিরো। সিরিজে তিনি অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করছেন।

যিনি সাইবার আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষার জন্য তদন্ত দলের সঙ্গে যোগ দেন।

লেসলি গ্ল্যাটার পরিচালিত এ সিরিজটিতে দুইবারের সেরা অভিনেতার অস্কারজয়ী ডি নিরো ছাড়াও অভিনয় করছেন লিজি কাপলান ও জেসে প্লেমনসের মতো তারকারা।

হলিউডে লেখকদের চলমান ইস্যুর প্রভাব পড়া সবশেষ প্রোডাকশন এটি। দ্য অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারসের সঙ্গে নতুন চুক্তির দাবিতে রাইটার্স গিল্ড অফ অ্যামেরিকা (ডব্লিউজিএ) মে মাস থেকে আন্দোলনে রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন