নর্থ ক্যারোলাইনায় স্ত্রীসহ পুলিশ অফিসারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৯ ২০২৩, ২১:১২

স্টেইট বিউরো অফ ইনভেস্টিগেশন ‘দ্বৈত হত্যাকাণ্ড’ হিসেবে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ছবি: এবিসি এলেভেন

স্টেইট বিউরো অফ ইনভেস্টিগেশন ‘দ্বৈত হত্যাকাণ্ড’ হিসেবে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ছবি: এবিসি এলেভেন

  • 0

নর্থ ক্যারোলাইনার একটি বাড়ি থেকে এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়েটভিল পুলিশ প্রধান কেম্বারলে ব্র্যাডেন এ তথ্য নিশ্চিত করেন।

কয়েক দিনের ছুটিতে ছিলেন অফিসার ডোমিঙ্গো তাভারেয-রদ্রিগেয। এরপর শুক্রবার সন্ধ্যা ৬টায় তার কাজে যোগ দেয়ার কথা ছিল। তবে শিফটে অনুপস্থিত থাকায় এবং ফোনে সাড়া না দেয়ায় সুপারভাইজাররা তার বাড়িতে গিয়ে স্ত্রীসহ গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। ।

ব্র্যাডেন জানান, স্টেইট বিউরো অফ ইনভেস্টিগেশন ‘দ্বৈত হত্যাকাণ্ড’ হিসেবে ঘটনাটির তদন্ত শুরু করেছে। 

সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে প্রায় দুই বছর ধরে ফায়েটভিল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তাভারেয-রদ্রিগেয।


0 মন্তব্য

মন্তব্য করুন