ওরেগনের হাসপাতালে গুলিতে নিহত ১

টিবিএন ডেস্ক

জুলাই ২৩ ২০২৩, ১১:৫৪

পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

ওরেগনের পোর্টল্যান্ডের এক হাসপাতালে শনিবার গুলিতে নিরাপত্তাকর্মী নিহত ও আরেকজন কর্মী আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজনও নিহত হন।

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ১১টায় উত্তর-পশ্চিম পোর্টল্যান্ডের লিগ্যাসি গুড সামারিটান হাসপাতালে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে হাসপাতালের নিরাপত্তাকর্মী ববি স্মলউড গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে লেভেল ওয়ান ট্রমা সেন্টারে নেয়ার পর সন্ধ্যায় তিনি মারা যান।

এদিকে গুলি চালানোর পর সন্দেহভাজন হাসপাতাল ছেড়ে যান। সন্দেহভাজনের খোঁজে ব্যাপক তল্লাশির পর পোর্টল্যান্ডের প্রায় ১৫ মাইল পূর্বে গ্রেশাম শহরে পুলিশ তাকে খুঁজে পায়। তবে পুলিশের গুলিতে সন্দেহভাজনও নিহত হন।

পোর্টল্যন্ড পুলিশ ব্যুরো জানিয়েছে, ‘তল্লাশির এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে সন্দেহভাজন নিহত হন।’

তবে সন্দেহভাজনের সঙ্গে সে সময় কোনো অস্ত্র ছিল কি না সে বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ। তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনের পরিচয় পাওয়া যায়নি।

গুলির ঘটনার পর হাসপাতালটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।


0 মন্তব্য

মন্তব্য করুন