থাই নির্বাচনে প্রাথমিক গণনায় এগিয়ে ফেউ থাই পার্টি

টিবিএন ডেস্ক

মে ১৪ ২০২৩, ২১:৫৬

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ও-চা রোববার ব্যাংককে তার ভোট দেন। ছবি: গেটি ইমেযেস

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ও-চা রোববার ব্যাংককে তার ভোট দেন। ছবি: গেটি ইমেযেস

  • 0

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে সামরিক সংস্থার সমর্থনপুষ্ট ক্ষমতাসীন জোটকে টপকে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে আছে দেশটির প্রগ্রেসিভ পার্টি।

নির্বাচন কমিশনের রোববারের প্রাথমিক গণনা অনুসারে, ১৩৩৩ জিএমটি টাইম পর্যন্ত ‘মুভ ফরোয়ার্ড’-কে পেছনে ফেলে ৬.৪৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে ‘ফেউ থাই পার্টি’। ফেউ থাই পার্টির নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা।

নির্বাচনের প্রাথমিক ফলাফল স্থানীয় সময় রাত ১০টার (১৫০০ জিএমটি) মধ্যে ঘোষণা হওয়ার কথা।

দেশটিতে দুই দশকের অস্থিরতার কেন্দ্রস্থলে পুরানো অর্থ, রক্ষণশীল ও জেনারেলদের জোট সমর্থিত দলগুলোর বিরুদ্ধে এই নির্বাচন একটি প্রগতিশীল বিরোধী দলকে দাঁড় করিয়েছে।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচন এবং সরকার গঠনের জন্য নিম্ন ও উচ্চকক্ষের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন।

মিলিটারির মদদে ২০১৪ সাল থেকে দেশটির ক্ষমতা ধরে রেখেছে শিনাওয়াত্রা পরিবার। সরকারের বিরুদ্ধে গত আট বছরে দুটি গণঅভ্যুত্থান হয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন