টিকটকে যোগ হলো ‘টেক্সট-ওনলি’ ফিচার

টিবিএন ডেস্ক

জুলাই ২৫ ২০২৩, ১৭:৩১

টিকটকে যোগ হয়েছে 'টেক্সট -ওনলি' ফিচার। ছবি: সংগৃহীত

টিকটকে যোগ হয়েছে 'টেক্সট -ওনলি' ফিচার। ছবি: সংগৃহীত

  • 0

সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়ান্টদের মধ্যে বেড়েছে প্রতিযোগিতার মাত্রা। একে অপরকে টেক্কা দিতে একের পর এক পরিবর্তন এনে চলেছে তারা। প্রতিযোগিতার সামিল হতে চাইনিজ মাইক্রো ভিডিও স্ট্রিমিং জায়ান্ট টিকটক যোগ করেছে ‘টেক্সট-ওনলি’ ফিচার।

প্ল্যাটফর্মটি বলেছে, তাদের নতুন ফিচার ব্যবহারকারীদের নিজেদের নতুনভাবে প্রকাশ করার সুযোগ করে দেবে।

টিকটক তার ব্যবহারকারীদের ফটো, ভিডিও ও টেক্সট এই তিনটি ফিচার দেবে। নতুন টেক্সট-ওনলি ফিচারে, সাউন্ড, লোকেশন কিংবা ডুয়েট যোগ করে তাদের পোস্ট কাস্টমাইজ করতে পারবে।

টিকটক জানিয়েছে, টেক্সট-ওনলি ফিচারটি ভিডিও বা ছবির মতোই গতিশীল ও যোগাযোগকে সহজ করবে।

অন্য স্যোশাল মিডিয়া প্লাটফর্মে টেক্সট-ওনলি ফিচার থাকলেও টিকটক প্রথমবার এটি যোগ করেছে।

এই মাসের শুরুতে টিকটক স্পটিফাই ও অ্যাপল মিউজিকের সঙ্গে পাল্লা দিতে যোগ করেছে ‘মিউজিক স্ট্রিমিং’।


0 মন্তব্য

মন্তব্য করুন