কাউন্টির রেমন্ড শহরে বৃহস্পতিবার গভীর রাতে দুঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিতে ইথানল ও কর্ন সিরাপ ছিল।
বিএসএসএফ রেলওয়ের বরাতে সিএসবি নিউজ জানিয়েছে, ট্রেনটির ২২ বগি লাইনচ্যুত হয়েছে। তবে কেউ হতাহত হননি।
ক্যান্ডিয়োহি কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, রাসায়নিক থাকায় কয়েকটি বগিতে আগুন ধরে যায়। এ কারণে দুর্ঘটনাস্থলের আশপাশের অর্ধমাইল এলাকা খালি করে দেয়া হয়েছে। ওই এলাকার প্রায় ১৫০ জনকে স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেয়া হয়েছে। তবে তাদের সেখান থেকে দিনের কোনো এক সময়ে কোনো চার্চে নেয়া হবে যেন স্কুলের কার্যক্রমে ব্যঘাত না ঘটে।
ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজ টুইট করে বলেন, ‘ঘটনাস্থলে ফেডারেল রেলরোড অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে। গভীরভাবে সব পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্তকাজও শুরু হয়ে যাবে।’