উইসকনসিনের ফ্লোরেন্স কাউন্টির ১৬ বছরের মাইকেল বাবা জিম কালসের সঙ্গে স্থানীয় একটি করাতকলে কাজ করতেন।
ফ্লোরেন্স কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, গত ২৯ জুন একটি উড-স্ট্যাকিং মেশিন পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনায় আহত হন। দুই দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়।
বাবা জিম কালস জানান, মৃত ছেলের অঙ্গ অন্তত সাত জনকে দান করা হচ্ছে। এর মধ্যে একজন হলেন জিমের অসুস্থ স্ত্রী, যিনি পাচ্ছেন ছেলের লিভার।
জিম বলেন, ‘সৌভাগ্যবশত তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার মা-ই একদম সঠিক ম্যাচ। তার অঙ্গে আরও সাত বা আটটি পরিবার নতুন জীবন পেয়েছে। এক অলৌকিক ঘটনার মতো সে যেন নিজের মা ও অন্যদের জীবন ফিরিয়ে দিচ্ছে। এটাই আমাকে বেঁচে থাকার শক্তি দিচ্ছে।’