রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান। ইতোমধ্যে দেশটিতে উপকূলে আঘাত হেনেছে সুনামি।
জাপানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ইতোমধ্যেই চার থেকে পাঁচ দফা সুনামির ঢেউয়ের কবলে পড়েছে।
সুনামি এক ঘণ্টার বেশি সময় হতে পারে বলে সতর্ক করেছে জাপান। সুনামির ঢেউ এখন পর্যন্ত কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। জাপানের উত্তর-পূর্বে ঢেউয়ের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা ০ দশমিক ৬ ফুট থেকে বেড়ে ৪ দশমিক ২ ফুটে পৌঁছেছে।
এ দিকে সুনামির ঝুঁকিতে রয়েছে দেশটির ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসিও) এক বিবৃতিতে জানিয়েছে, ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সেখান থেকে সরিয়ে উঁচু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি কেন্দ্রটিতে বড় ধরনের পারমাণবিক বিপর্যয় ঘটেছিলো।
টিইপিসিও জানিয়েছে, এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র দু'টিতে কোনও ধরনের আঘাত বা অস্বাভাবিকতার ঘটনা ঘটেনি। তবে সুনামি সতর্কতা পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে।