আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী হেইলস

টিবিএন ডেস্ক

আগস্ট ৪ ২০২৩, ১৭:৫৬

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অ্যালেক্স হেইলস। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অ্যালেক্স হেইলস। ছবি: সংগৃহীত

  • 0

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেইলস। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিলো ৩৪ বছর বয়সী এই ব্যাটারের। জাতীয় দলকে বিদায় জানালেও, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলবেন তিনি।

আস্তর্জাতিক সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে ভারসাম্য বজায় রাখতে গত ৯ মাসে বেশ কয়েকবার ইংল্যান্ড ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছেন হেইলস। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের চাহিদা থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিলেন তিনি।

নিজের অবসর নিয়ে শুক্রবার এক বিবৃতিতে হেইলস বলেন, ‘দেশের হয়ে তিন সংস্করণের ক্রিকেটে ১৫৬টি ম্যাচ খেলতে পারা বিরাট সম্মানের ব্যাপার। আমি অনেক স্মৃতির অংশ হতে পেরেছি ও অনেকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়েছি। যা স্মরণীয় হয়ে থাকবে। আমার মনে হচ্ছে, সরে যাবার এখনই সঠিক সময়।’

অস্ট্রেলিয়ার মাটিতে গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে যান জনি বেয়ারস্টো। তার জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ হয় হেইলসের। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ইংল্যান্ডের হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।

বিশ্বকাপ স্মৃতি স্মরণ করে হেলস বলেন, ‘ইংল্যান্ডের হয়ে আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটিয়েছি। আবার কিছু সময় ভালো ছিল না। তবে যাত্রাটা দুর্দান্ত ছিল। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচটা জিততে পারায় আমি খুশি।’

২০১১ সালে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় হেলসের। তিন বছর পর ওয়ানডে ও ২০১৫ সালে টেস্ট খেলতে নামেন তিনি। দেশের হয়ে ১১ টেস্টে ৫৭৩ রান, ৭০ ওয়ানডেতে ২,৪১৯ রান ও ৭৫টি টি-টোয়েন্টিতে ২,০৭৪ রান করেছেন হেইলস।


0 মন্তব্য

মন্তব্য করুন