মহানবী (সা.) এর কার্টুন প্রকাশকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল তুর্কিয়ে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১ ২০২৫, ৭:৪৩

প্রকাশনা অফিসের বাইরে বিক্ষোভ করছে জনতা। ছবি: দ্য ইন্ডিপেনডেন্ট

প্রকাশনা অফিসের বাইরে বিক্ষোভ করছে জনতা। ছবি: দ্য ইন্ডিপেনডেন্ট

  • 0

রাজধানী ইস্তাম্বুলে কয়েক শ মানুষ ওই প্রকাশনার বিরুদ্ধে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কার্টুন প্রকাশ করায় তুর্কিয়ের ব্যঙ্গাত্মক ম্যাগাজিনে লেম্যানের চার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কিয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া লেম্যান ম্যাগাজিনের প্রকাশিত ওই কার্টুনকে লজ্জাজনক হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত ম্যাগাজিনের প্রধান সম্পাদক, গ্রাফিক ডিজাইনার, প্রাতিষ্ঠানিক পরিচালক এবং কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ঘোষণা দিয়েছেন।

এদিকে নবীজির কার্টুন প্রকাশ কে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ইস্তাম্বুল। রক্তের বিনিময়ে রক্ত, প্রতিশোধ, প্রতিশোধ এমন নানা স্লোগান দিতে দিতে লেম্যানের অফিসের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করে প্রশাসন।

সংবাদ সংস্থা এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, বিক্ষোভকারী জনতাকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

তুর্কিয়ের বিচারমন্ত্রী ইলমাজ টুনক এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমাদের নবীর ব্যঙ্গচিত্র বা যেকোনো ধরণের দৃশ্যমান উপস্থাপনা কেবল আমাদের ধর্মীয় মূল্যবোধকেই ক্ষতিগ্রস্ত করে না বরং সামাজিক শান্তিকেও ক্ষতিগ্রস্ত করে।’

ধর্মীয় মূল্যবোধের প্রকাশ্যে অবমাননার জন্য প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে জানিয়ে টুনক বলেন, লেম্যানের সাংবাদিকদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

ম্যাগাজিনের ঊর্ধ্বতন ব্যবস্থাপনার অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত কার্টুনটিতে দেখা যায়, অবরুদ্ধ একটি শহরের ওপর আকাশে ডানাওয়ালা দুটি চরিত্র ভাসছে। ছবিতে দেখা যাচ্ছে যে, একজন চরিত্র বলছে, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি মুহাম্মদ", এবং অন্যজন বলছে, "তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি মুসা"।

অপরদিকে প্যারিসে অবস্থানরত লেম্যানের প্রধান সম্পাদক টুনকে আকগুন , এএফপিকে জানিয়েছেন, তাদের কাজটির ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তার ম্যাগাজিন কখনও এ ধরণের ঝুঁকি নেবে না।

লেম্যান ম্যাগাজিন এক্সে দেয়া এক বার্তায় কার্টুনটি মুহাম্মদের ব্যঙ্গচিত্র বলে অস্বীকার করেছে। তারা বলছে এই কাজটি কোনভাবেই নবীজীকে উদ্দেশ্য করে নির্মাণ করা হয়নি।

এর আগে ২০১৫ সালে ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ব্যাপক বিক্ষোভ হয়। ম্যগাজিনের অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করা হয়।