আগামী বছর কঠিন সমস্যার মুখে পড়বে নিউ ইয়র্ক: ক্যাথি হোকুল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ১:২৪

ছবিঃ গভর্নর ক্যাথি হোকুল

ছবিঃ গভর্নর ক্যাথি হোকুল

  • 0

প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, নিউ ইয়র্ক স্টেইটের অর্থনীতি ও বাসিন্দাদের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বলে, জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল।

বুধবার এমএসএনবিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে শুরুতেই নিউ ইয়র্কের গভর্নর কথা বলেন, নিউ ইয়র্ক সিটি নির্বাচন নিয়ে। তিনি আবারো বলেন, মেয়র যেই হোক না কেন, তার সাথে কাজ করে যাবেন।

নিউ ইয়র্ক সিটির ক্ষতি হয় এমন কোনো কাজ কখনোই করবেন না বলেও, আশ্বস্ত করেন গভর্নর।

হোকুল জানান, ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী যোরান মামদানিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়া, মামদানির নীতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ প্রসঙ্গেও কথা বলেন হোকুল।

গভর্নর বলেন, তিনি এখন চিফ থেরাপিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল ও আগ্রাসী শুল্ক নীতির কড়া সমালোচনা করেন হোকুল।

ট্রাম্পের শুল্ক নিউ ইয়র্ক স্টেইটের অনেক এলাকাকে বিধ্বস্ত করছে বলে দাবি করেন তিনি।

হোকুল দাবি করেন, পর্যটন খাতের পাশাপাশি কৃষি খাতও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।

এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরাও আতঙ্কে রয়েছেন উল্লেখ করে হোকুল আশঙ্কা করেন, আগামী বছর কঠিন সমস্যার মুখে পড়বে নিউ ইয়র্ক স্টেইট।