ফিলিস্তিনের গাজায় সম্প্রতি বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস-আইডিএফের পাঁচ সেনা নিহত হওয়ার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেওয়া সাংবাদিকের বন্দিত্বের মেয়াদ বৃহস্পতিবার বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
ইসরায়েল ফ্রে নামের ওই সাংবাদিক নিজ দেশের সেনাদের মৃত্যুর প্রশংসা করে এক্সে লিখেছিলেন, ‘পৃথিবী এখন আগের চেয়ে ভালো জায়গা।’
আরব নিউজ জানায়, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রায়ই সমালোচনা করা ফ্রেকে তেল আবিবের ম্যাজিস্ট্রেট আদালতে বন্দি রাখা হয়। তার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থনের অভিযোগ।
উত্তর গাজায় গত ৭ জুলাই রাতে বিস্ফোরক ডিভাইসের আঘাতে নিহত হন ইসরায়েলি পাঁচ সেনা। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সাংবাদিক ফ্রে লিখেন, ‘মানবতার বিরুদ্ধে অন্যতম নিষ্ঠুর অপরাধে অংশগ্রহণকারী পাঁচ তরুণকে ছাড়া এ সকালে পৃথিবী আগের চেয়ে ভালো।’
তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, গাজায় বর্তমানে অ্যানেস্থেশিয়া ছাড়া অস্ত্রোপচার হওয়া বালক, অনাহারে মৃত্যু দেখা বালিকা এবং বোমাবর্ষণের মধ্যে তাঁবুতে গাদাগাদি করে থাকা পরিবারের জন্য এটা যথেষ্ট নয়।’
এ সাংবাদিক আরও বলেন, ‘এটি ইসরায়েলের প্রতিটি মায়ের প্রতি আহ্বান: আপনার ছেলেকে যুদ্ধাপরাধী হিসেবে কফিনে গ্রহণ করা পরবর্তী ব্যক্তিটি হবেন না। প্রত্যাখ্যান করুন।’
অতীতেও ইসরায়েলের সমালোচনা করে পোস্ট দিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ফ্রে। চলতি বছরের মার্চে কিছু ফিলিস্তিনপন্থি পোস্টের জন্য সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।