অস্ট্রেলিয়ায় সন্তান কোলে নিয়েই পার্লামেন্টে ভাষণ দিলেন দেশটির নবনির্বাচিত সিনেটর করিন মুলহল্যান্ড। আট মাস বয়সী শিশুপুত্র অগিকে নিয়ে দেওয়া তার ভাষণ নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে।
করিন মুলহল্যান্ড কুইন্সল্যান্ড স্টেইট থেকে লেবার পার্টির নির্বাচিত সিনেটর। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন। এ সময় শিশুটি ছটফট করলে পেছন থেকে একজন সদস্য তাকে শান্ত করতে হাসিমুখে অঙ্গভঙ্গি করেন।
একইসঙ্গে ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্র সামলানো নারীদের অনুপ্রেরণা আর সাধুবাদ জানাতেই এ কাজ করেন কোরিন।
কুইন্সল্যান্ডের পার্লামেন্টে দেয়া বক্তব্যে কোরিন অস্ট্রেলিয়ার সব মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার সন্তান এখানে কোনো প্রতীক নয়, বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা এবং কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক।’
তিনি আরও বলেছেন, মা-বাবারা শুধু তত্ত্বে নয়, বাস্তবেও এই সংসদে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ এবং মাতৃত্বের বিশালত্ব সবই কাজে লাগে।
এর আগে, মে মাসে কুইন্সল্যান্ডের লেবার সিনেটর নির্বাচিত হন কোরিন। তিনমাস বয়সী অগিকে নিয়েই চালিয়েছেন নির্বাচনের সকল প্রচার-প্রচারণা।
রাজনৈতিক ব্যস্ততাতেও নিজের শিশুপূত্রের যত্নে কোনোরকম ত্রুটি রাখেননি কোরিন। কেবল কর্মক্ষেত্রে নয়, বিভিন্ন ইন্টারভিউ কিংবা জনসমাবেশেও ছেলেকে কোলে নিয়েই হাজির হতে দেখা যায় তাকে।