কুইন্সে অ্যামাজনের ডেলিভারিম্যান সেজে বাসায় ডাকাতি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১০ ২০২৫, ২০:২৩ হালনাগাদ: সেপ্টেম্বর ৫ ২০২৫, ১৭:২৩

হোয়াইটস্টোনের ১৫২তম সড়ক ও দ্বাদশ এভিনিউর একক পরিবারের বাড়িটিতে প্রবেশের সময় এক ডাকাতের গায়ে ছিল দৃশ্যত হলুদ রঙের ভেস্ট। ছবি: এনওয়াইপিডি

হোয়াইটস্টোনের ১৫২তম সড়ক ও দ্বাদশ এভিনিউর একক পরিবারের বাড়িটিতে প্রবেশের সময় এক ডাকাতের গায়ে ছিল দৃশ্যত হলুদ রঙের ভেস্ট। ছবি: এনওয়াইপিডি

  • 0

দুই ডাকাত বাড়িটিতে ঢুকে বন্দুক বের করে ৪৩ বছর বয়সী পুরুষ, তার ৩৯ বছর বয়সী স্ত্রী, তাদের ১৮ বছরের মেয়ে, ১০ বছরের ছেলে ও পাঁচ বছরের মেয়েকে বেজমেন্টে যেতে বলেন। পরে তাদের হাত বেঁধে স্কচটেপ দিয়ে মুখ আটকে দেওয়া হয়।

অ্যামাজনের ডেলিভারিম্যান সেজে নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বাসায় সশস্ত্র দুই ডাকাত দুই শিশুসহ পাঁচ সদস্যের পরিবারকে ভীতসন্ত্রস্ত করেছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, ১০৯তম থানা এলাকার পুলিশ সদস্যরা দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছেন। দুজনকে শনাক্ত ও তাদের অবস্থান চিহ্নিত করার ক্ষেত্রে লোকজনের সহায়তা চেয়েছেন তারা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, হোয়াইটস্টোনের ১৫২তম সড়ক ও দ্বাদশ এভিনিউর একক পরিবারের বাড়িটিতে প্রবেশের সময় এক ডাকাতের গায়ে ছিল দৃশ্যত হলুদ রঙের ভেস্ট। তিনি সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির দিকে যান। অন্য ডাকাতের হাতে বড় আকারের অ্যামাজন বাক্স ছিল।

দুই ডাকাত বাড়িটিতে ঢুকে বন্দুক বের করে ৪৩ বছর বয়সী পুরুষ, তার ৩৯ বছর বয়সী স্ত্রী, তাদের ১৮ বছরের মেয়ে, ১০ বছরের ছেলে ও পাঁচ বছরের মেয়েকে বেজমেন্টে যেতে বলেন। পরে তাদের হাত বেঁধে স্কচটেপ দিয়ে মুখ আটকে দেওয়া হয়।

পরে বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যান সশস্ত্র দুই ব্যক্তি। পালানোর জন্য তারা ভুক্তভোগীর ক্রিসলার ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে চার ব্লক দূরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় গাড়িটি।

প্রতিবেশীরা জানান, ডাকাতরা পরিবারটিকে আঘাত করেননি। তারা পালিয়ে যাওয়ার কয়েক মিনিট পর গৃহকর্তা তাকে মুক্ত করে বাইরে বেরিয়ে সাহায্যের আকুতি জানান।

ডাকাতির ঘটনায় সন্দেহভাজনদের বিষয়ে তথ্য জানাতে ক্রাইম স্টপার্সের (৮০০) ৫৭৭-টিআইপিএস নম্বরে কল করতে বলা হয়েছে। তথ্যদাতার যাবতীয় তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।