এখনও মানসিক আঘাতজনিত সমস্যায় ভুগছেন বলে এনবিসি নিউজকে জানিয়েছেন একটি গ্রেপ্তারে বাধার অভিযোগে অভিবাসন এজেন্টদের হাতে আটক অ্যামেরিকার নাগরিক এক নারী।
সংবাদমাধ্যমটি মঙ্গলবার জানায়, গত ২৪ জুন ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস থেকে আন্দ্রিয়া ভেলেজকে গ্রেপ্তার করেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্মকর্তারা। সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় ফেডারেল এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।
ডিপার্টমেন্ট অব জাস্টিস পরবর্তী সময়ে কোনো পক্ষপাত ছাড়াই ভেলেজের মামলা খারিজ করে। এ বিষয়ে মঙ্গলবার জানতে চাইলে এনবিসি নিউজের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেয়নি ফেডারেল সংস্থাটি।
একটি জুতার কোম্পানিতে উৎপাদন সমন্বয়কারী হিসেবে কাজ করেন ভেলেজ। মা ও বোন গাড়িতে করে কর্মস্থলে নামিয়ে দেওয়ার পর তিনি অভিবাসন এজেন্টদের দেখতে পান।
এনবিসি লস অ্যাঞ্জেলেসকে ভেলেজ বলেন, ‘তারা হামলা ও তাড়া করার জন্য প্রস্তুত ছিলেন।’
এ নারী জানান, কেউ একজন তাকে ধরে মাটিতে আছাড় দিয়ে ফেলার বিষয়টি তিনি বুঝতে পারেন। তিনি সাদা পোশাকে আসা এজেন্টদের বলতে চাইছিলেন যে, অ্যামেরিকার নাগরিকত্ব আছে তার, কিন্তু আইস কর্মকর্তা তার কথা না শুনে জানান, ভেলেজ তার কাজে বাধা দিয়েছেন। এ কারণে তাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন তিনি।
ভেলেজের ভাষ্য, আইসের সঙ্গে কোনো ধরনের অন্যায় করার বিষয়টি অস্বীকার করে নিজের নাগরিকত্বের বিষয়টি বারবার জানাচ্ছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের একটি আটক কেন্দ্রে নেওয়া হয় তাকে।
সে সময় কর্মকর্তাদের কাছে গাড়িচালকের লাইসেন্স এবং নিজের হেলথ ইন্স্যুরেন্স কার্ড দেখান ভেলেজ। তা সত্ত্বেও তাকে জেলে ভরা হয়।
তার অভিযোগ, আটক কেন্দ্রে দুই দিন ছিলেন তিনি। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় তাকে পানের জন্য পানি দেওয়া হয়নি।
আটকের পর মানসিক আঘাতজনিত সমস্যায় এখনও ভোগার কথা জানিয়ে ভেলেজ বলেন, শারীরিকভাবে এখনও অফিসে ফিরতে পারেননি তিনি।
তার আইনজীবীরা এনবিসি লস অ্যাঞ্জেলেসকে জানান, ফেডারেল সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উপায় খুঁজছেন তারা।