দেশের কৃষিখাতকে বিপন্ন করতে পারে এমন এক প্রজাতির বিপজ্জনক ছত্রাক পাচারের অভিযোগে মঙ্গলবার, গ্রেফতার হন ইউনকিং জিয়ান নামের এক চায়নিয গবেষক। তার সহযোগী ও বন্ধু জুনিয়ং লিউ, চায়নায় থাকায় তাকে গ্রেফতার করা না গেলেও, বুধবার দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ডিপার্টমেন্ট অব জাস্টিস। ফেডারেল প্রসিকিউটররা দাবি করেন, মিশিগান ইউনিভার্সিটির ল্যাবে এই বিষাক্ত ছত্রাক নিয়ে গবেষণার পরিকল্পনা করেছিলেন, দুই অনুজীব বিজ্ঞানী।
গত মঙ্গলবার এই বিশেষ ছত্রাকটিকে ফিউসারিয়াম গ্রামিনিয়ারাম হিসেবে চিহ্নিত করে ডিওজে। ছত্রাকটি ধান, গম, ভুট্টা ও বার্লির মতো গুরুত্বপূর্ণ খাদ্যশস্যে ‘হেড ব্লাইট’ নামক মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। এটি থেকে উৎপাদিত বিষাক্ত পদার্থ, পশু ও মানুষের জন্যও বেশ ক্ষতিকর। এছাড়া, ছত্রাকটির কারণে প্রতি বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বিলিয়ন ডলার।
ফলে, দেশের কৃষিখাতকে ধ্বংস করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে, চায়না এই কূটচাল চালিয়েছে বলে দাবি করেন, রিপাবলিকান সেনেটর, স্টিভ ডেইনস।
দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের জুলাইয়ে, বান্ধবী ইউনকিং জিয়ানের সাথে দেখা করার সময় ছত্রাকটি অ্যামেরিকায় নিয়ে আসেন জুনিয়ং লিউ। প্রথমে শুল্ক কর্মকর্তাদের কাছে মিথ্যা বললেও পরে পাচারের কথা স্বীকার করেন তিনি। অভিযোগপত্রে আরো বলা হয়, এই গবেষণা চালানোর জন্য চায়না সরকারের কাছ থেকেও অনুদান পেয়েছেন জিয়ান। তার ফোনে চায়নার কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্যের তথ্যও পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চোরাচালান, মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ এনে, জিয়ানকে ইতিমধ্যে ডিট্রইটের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। তবে, লিউ চায়নায় অবস্থান করায়, তাকে কিভাবে গ্রেফতার করা হবে সে বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।