টেক বিশ্লেষকদের দাবি, টুইটার কেনার পর এটিই হবে তার সবশেষ বড় পরির্তন।
টুইটারে স্থানীয় সময় রাত ১২টায় একাধিক পোস্ট দিয়ে মাস্ক জানিয়েছেন, লোগো পছন্দ হলে গেলে সোমবারের মধ্যেই তা পরিবর্তন করা হবে।
টেসলা ও স্পেইসএক্সের প্রধান মাস্ক গত অক্টোবরে টুইটারের দায়িত্ব নেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের এই প্রতিষ্ঠানটিতে বড় কিছু পরিবর্তন আনেন। প্রতিষ্ঠানের ৭৫০০ জনবলের ৭৫ শতাংশ কমিয়ে দেয়া হয়। এতে অনেক সমালোচনা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাকে। মাস্কের কিছু সিদ্ধান্তের কারণে টুইটারের বিজ্ঞাপন দাতা কমে যায়।
টুইটারের আয় বাড়ানোর সিদ্ধান্ত নেন এ বছরের শুরুর দিকে নেন মাস্ক। সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন আনতে নতুন সিইও নিয়োগ দেন।
তবে তার আনা পরিবর্তনগুলো আরও সমালোচনার সৃষ্টি করে। বিভিন্ন পরিবর্তনের কারণে টুইটার বিভিন্ন সময় ডাউন হয়। মার্চ মাসে এ সমস্যা সবচেয়ে বেশি ছিল।
সবশেষ গত মাসে টুইটারে পোস্ট দেখায় সীমা নির্ধারণের পর অনেক সমালোচনায় পড়তে হয়েছে মাস্ককে। এতে তিনি আরও বিজ্ঞাপনদাতা হারাতে পারেন, সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রভাব কমতে পারে- এমন সব আশঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি মেটার নতুন অ্যাপ থ্রেডস চালুর পর টুইটার আরও প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়।