ইউক্রেইনের ড্রোন হামলায় বন্ধ রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ

টিবিএন ডেস্ক

জুলাই ২২ ২০২৩, ১৬:০৭

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

  • 0

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার একটি অ্যামুনিশন ডিপোতে ইউক্রেইনের ড্রোন হামলায় ডিপোর আশেপাশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। সেই সঙ্গে ক্রিমিয়া ব্রিজে পণ্য পরিবহন ও যান চলাচল বন্ধ করেছে ক্রিমিয়া কর্তৃপক্ষ।

ক্রিমিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাশিয়ান অস্ত্র ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ দাবি করেছেন, প্রমাণ না থাকলেও এই হামলার পেছনে ইউক্রেইন দায়ী।

তিনি বলেন, ‘বিস্ফোরণের পাঁচ কিলোমিটারের ভেতর বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের ইউক্রেইনের হামলা থেকে নিরাপদে রাখতে সরিয়ে নেয়া হচ্ছে।’

ক্রিমিয়া ব্রিজের পাশাপাশি ওই শহরের কের্চ ব্রিজে রেল পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার ক্রিমিয়ায় ড্রোন হামলার পরপরেই ক্রিমিয়া ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে দ্রুতই ব্রিজটি আবার খুলে দেয়া হয়।

মস্কো-সরকার এরপর এক আপডেটে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্রিমিয়া ব্রিজের ট্রাফিক আবার বন্ধ করা হয়েছে। ব্রিজসহ শহরটির প্রধান সড়কগুলোয় নিয়ন্ত্রিত যান চলাচলেরও নির্দেশ দেয়া হয়েছে।

আকসিওনভ দাবি করেন, ক্রিমিয়ার ক্রাসনোগভার্দেয়াস্কি ডিস্ট্রিক্টে রাশিয়ার অবকাঠামোগত স্থাপনা ইউক্রেইনের হামলার মূল লক্ষ্য ছিল।

তিনি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।’


0 মন্তব্য

মন্তব্য করুন