বেপরোয়া গাড়ির ধাক্কায় ব্যস্ত সড়কে প্রাণ গেল ৪ জনের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৫, ৭:১২

দুর্ঘটনায় গাড়ি ভেঙে যাওয়ার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

দুর্ঘটনায় গাড়ি ভেঙে যাওয়ার প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন

  • 0

ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে হাপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়।

ফ্লোরিডার টাম্পা শহরে গাড়ি বেপরোয়া ধাক্কায় নিহত হয়েছেন ৪ জন। গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার টেম্পার ইয়বর সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

এবিসি নিউজ জানায়, ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে হাপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন। আহত ৮ জন স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২ জনকে ঘটনাস্থলেই আহত হিসেবে চিকিৎসা দেওয়া হয়েছে।

টাম্পা পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী সিলাস সাম্পসনকে দুর্ঘটনার জেরে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে যে, সাম্পসনের কর্মকাণ্ড কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যবসাকে লক্ষ্য করেনি। তার বিরুদ্ধে হত্যা এবং গুরুতর শারীরিক আঘাতসহ পালানোর অভিযোগ আনা হবে।

টাম্পা পুলিশ চিফ লি বারকাউ জানান, পূর্বে গাড়িটিকে টাম্পার রাস্তায় স্ট্রিট রেসিং করতে দেখা গিয়েছিল।

লি বারকো এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে যা ঘটেছে তা একটি অর্থহীন ট্র্যাজেডি, এবং নিহতদের পরিবার ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা।’

তিনি আরও উল্লেখ করেন, বেপরোয়া গাড়ি চালানো নিরীহ জীবনগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। টাম্পা পুলিশ বিভাগ এবং ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল নিহতদের এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ঘটনার পর টাম্পা মেয়র জেন কাস্টর সামাজিক মাধ্যমে বলেন, 'ইয়বর সিটিতে যা ঘটেছে তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত, এবং আমাদের শহর এই ক্ষতিতে শোকাহত। আমাদের প্রধান লক্ষ্য হলো সমাজকে নিরাপদ রাখা।’