লস অ্যাঞ্জেলেসের একটি পোশাক কারখানা থেকে আটকের ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে এক অভিবাসীকে বিতাড়ন করা হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন।
সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানায়, কর্মস্থল থেকে জুয়ান ফার্নান্দোকে আটক করে নিজ দেশে পাঠায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস।
মেক্সিকোর আদিবাসী জাপোতেক সম্প্রদায়ের ২৩ বছর বয়সী সদস্য জুয়ান। অনথিবদ্ধ অভিবাসী হিসেবে গত চার বছর ধরে মা-বাবার সঙ্গে অ্যামেরিকায় বসবাস করছিলেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বিয়েন্ট অ্যাপারেলস থেকে শুক্রবার জুয়ানকে আটক করে আইস। এর পরপরই বিতাড়ন করায় আইনজীবী জোটানোর সময়টাও পাননি বলে জানান তার মা-বাবা।
দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে পরিবারের একাধিক সদস্য জানান, রবিবার ফেডারেল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক সেতুতে জুয়ানকে নামায় এবং সেটি পেরিয়ে তাকে মেক্সিকো যেতে বলে।
পরিবার আরও জানায়, জুয়ান ভেবেছিলেন, তিনি করোনাভাইরাস পরীক্ষায় সম্মতির জন্য সই করেছেন, কিন্তু তার পরিবর্তে অসাবধানতাবশত হয়তো নিজের বিতাড়নের নথিতে সই করে ফেলেছেন তিনি।
‘তারা যে পদ্ধতিতে তাকে বিতাড়ন করেছে, সেটি সঠিক নয়’, বলেন জুয়ানের ৪২ বছর বয়সী বাবা জাভিয়ের। বৈধভাবে অ্যামেরিকায় থাকার অনুমতি না থাকায় শুধু নিজের নামের প্রথম অংশ ওয়াশিংটন পোস্টকে জানান এ ব্যক্তি।
তিনি জানান, তার ছেলের অপরাধের কোনো রেকর্ড নেই। সে শান্ত, কাজের মানুষ।
‘আমরা ন্যায়বিচার চাইছি এ কারণে যে, তারা তার অধিকার লঙ্ঘন করেছে’, বলেন জাভিয়ের।