ইসরায়েলের হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সংবাদ সংস্থা তাসনিমের একটি প্রতিবেদনের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শুক্রবার রাতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন জেনারেল সালামি।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএ জানায়, সালামিকে হত্যার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তাসনিমের খবরে বলা হয়, আলাদা হামলায় পরমাণু বিজ্ঞানী ও ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোহাম্মদ-মেহদি তেহরানচি এবং পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেইদুন আব্বাসি নিহত হন।
ইসরায়েলি হামলার শিকার হয় তেহরান, আশপাশের এলাকাসহ ইরানের বিভিন্ন শহর।