নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ভবনে সোমবার চারজনকে গুলি করে হত্যার ঘটনার রেশ না কাটতেই একই ধরনের ঘটনা ঘটেছে দেশের পশ্চিমাঞ্চলীয় মন্টানায়।
স্টেইটের একটি বারে শুক্রবার বন্দুক হামলায় চারজন নিহত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীকে খুঁজছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস-এপি।
মন্টানা ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন হামলার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। সংস্থাটি জানায়, অ্যানাকোন্ডা এলাকার দ্য আউল বারে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হামলা হয়।
সংস্থাটি আরও জানায়, গুলিবিদ্ধ চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
হামলাকারীকে মাইকেল পল ব্রাউন হিসেবে শনাক্ত করা হয়, যার বয়স ৪৫ বছর। সরকারি নথিপত্র অনুযায়ী, তিনি বারটির কাছেই থাকতেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সোয়াটের একটি টিম অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়েছে। তাকে সর্বশেষ দেখা গেছে অ্যানাকোন্ডার ঠিক পশ্চিমে স্টাম্প টাউন এলাকায়।
ঘটনাস্থলে গেছেন স্থানীয় ও স্টেইট পুলিশের এক ডজনের বেশি কর্মকর্তা। তারা গাছবেষ্টিত এলাকায় হামলাকারীকে খুঁজছেন বলে মনে হয়েছে।
মন্টানা হাইওয়ে পেট্রল এক বিবৃতিতে জানায়, হামলাকারী সশস্ত্র ছিলেন বলে মনে করা হচ্ছে।
পর্বতঘেরা অঞ্চল অ্যানাকোন্ডায় প্রায় ৯ হাজার মানুষের বাস।
হামলার বিষয়ে অ্যানাকোন্ডার ‘ফায়ারফ্লাই ক্যাফে’ নামের একটি ক্যাফের মালিক জানান, একজন বন্ধুর কাছ থেকে গুলির খবর পেয়ে বেলা প্রায় ১১টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানটিতে তালা মেরে রাখেন। দুই ঘণ্টা পরও ক্লিয়ারেন্স না পাওয়ায় ক্যাফেটি খুলতে পারেননি তিনি।
বারবি নেলসন নামের ওই ব্যক্তি জানান, মন্টানায় বন্দুক হামলা নতুন নয়।