৮৪ বছরে প্রথম হারিকেনের মুখোমুখি ক্যালিফোর্নিয়া

টিবিএন ডেস্ক

আগস্ট ১৭ ২০২৩, ১৯:৪২

স্যাটেলাইটের তোলা ছবিতে শক্তিশালী হারিকেন হিলারি। ছবি: সংগৃহীত

স্যাটেলাইটের তোলা ছবিতে শক্তিশালী হারিকেন হিলারি। ছবি: সংগৃহীত

  • 0

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দিকে এগিয়ে আসছে শক্তিশালী হারিকেন হিলারি। হারিকেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও প্রচন্ড বেগে দমকা হাওয়া বয়ে আসতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বিরল এই হারিকেনের কারণে লাস ভেগাসের পাশাপাশি অ্যামেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

হারিকেন হিলারি প্রশান্ত মহাসাগরে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে। হারিকেনটি বিকালের মধ্যে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া বরাবর অগ্রসর হয়ে বিধ্বংসী ক্যাটাগরি ফোর হারিকেনে রূপান্তরিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মেক্সিকোর জনপ্রিয় রিসোর্ট শহর কাবো সান লুকাসে শনিবার হিলারির প্রভাব পড়বে বলে হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

হিলারি ক্যালিফোর্নিয়ার দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে ক্রমেই দুর্বল হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও অ্যামেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তি নিয়ে আঘাত আনতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

এবিসি নিউজ এক প্রতিবেদনে বলেছে, ক্যালিফোর্নিয়ার কিছু মরু অঞ্চলে ৪৮ ঘন্টায় মধ্যে তাদের বার্ষিক বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাত হতে পারে। হিলারি ক্যালিফোর্নিয়ায় আঘাত হানলে ১৯৩৯ সালের পর এটিই হবে প্রথম কোনো গ্রীষ্মমন্ডলীয় ঝড় যেটি ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে যাচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন