লস অ্যাঞ্জেলেসে শপিং মল থেকে বিপুল পণ্য লুট

টিবিএন ডেস্ক

আগস্ট ১৪ ২০২৩, ১৬:১২

লস অ্যাঞ্জেলেসের একটি শপিং মল থেকে বিপুল পণ্য লুট করে উচ্ছৃঙ্খল জনতা। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের একটি শপিং মল থেকে বিপুল পণ্য লুট করে উচ্ছৃঙ্খল জনতা। ছবি: সংগৃহীত

  • 0

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি শপিং মল থেকে উচ্ছৃঙ্খল জনতার একটি দল প্রায় ১০০ হাজার ডলার সমমূল্যের পণ্য লুট করেছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) শনিবার এক বিবৃতিতে বলেছে, ‘একদল লুটেরা বিকেল ৪টার দিকে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টফিল্ড টোপাঙ্গা শপিং সেন্টারে প্রবেশ করে নর্ডস্ট্রম শপ থেকে ৬০ হাজার থেকে ১০০ হাজার ডলার সমমূল্যের পণ্য চুরি করেছে।’

পুলিশের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কালো মুখোশ এবং পোশাক পরা বেশ কয়েকজন ব্যক্তি তাদের হাতে ডাফেল ব্যাগ, পার্স এবং অন্যান্য পণ্য নিয়ে শপ থেকে বেরিয়ে যাচ্ছেন।

পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেন। এলএপিডি দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, ‘নর্ডস্ট্রম থেকে যারা চুরি করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে… যা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ শুধু এই ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে নয়, ভবিষ্যতে যাতে বিক্রেতাদের উপর এমন আক্রমণ না হয় সেজন্য কাজ চালিয়ে যাবে।’

এ সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেসে একই ধরনের ঘটনা ঘটেছিল। ইয়েভেস সেন্ট লরেন্ট স্টোর থেকে কমপক্ষে ৩০০ হাজার ডলার দামের পোশাক এবং অন্যান্য পণ্য লুট করা হয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন