নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি বাসায় আগুনে প্রাণ হারিয়েছেন ৮৫ বছর বয়সী এক ব্যক্তি।
এ ঘটনায় আরেক ব্যক্তি বাঁচার লড়াইয়ে রয়েছেন বলে শনিবার জানিয়েছেন কর্মকর্তারা।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াইয়ের বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, হাইব্রিজের শেরিফ এস. বার্ড প্লেসের কাছে জেসাপ অ্যাভিনিউর পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুন ধরে।
এফডিএনওয়াইয়ের ব্যাটালিয়ন চিফ টিমোথি রেজনিক বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায়।
তিনি জানান, ১সি অ্যাপার্টমেন্টের দরজায় আগুন ধরা ছিল। লোকবল, ভবনে ধোঁয়ার অবস্থা ও অনেক ভুক্তভোগী বিবেচনায় বাড়তি জনবল ও সম্পদের ব্যবহার করতে হয়েছে।
আগুনে দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টটি পুড়ে যায়। এতে দগ্ধ ৮৫ বছরের বৃদ্ধ ও আরেক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হারলেম হসপিটালে পাঠানো হয়। সেখানে অশীতিপর ব্যক্তিটির মৃত্যু হয়।
প্রাণ হারানো ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ তার পরিবারের সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছে।
হারলেম হাসপাতালে শনিবার আশঙ্কাজনক অবস্থায় ছিলেন অগ্নিদগ্ধ দ্বিতীয় ব্যক্তিটি।
কর্মকর্তারা জানান, ভবনটির অপর পাঁচ বাসিন্দা ও চার ফায়ারফাইটার ধোঁয়াসহ বিভিন্নভাবে আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।