পা ফুলে যাওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শারীরিক একটি সমস্যা দেখা দিয়েছে, যেটি পরিচিত ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি-সিভিআই হিসেবে।
হোয়াইট হাউস বৃহস্পতিবার প্রেসিডেন্টের স্বাস্থ্যগত এ জটিলতার কথা জানান।
পায়ের শিরার এক ধরনের সমস্যা সিভিআই।
ওহাইওর ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, পায়ের শিরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যথাযথভাবে কাজ করতে না পারলে সিভিআই দেখা দেয়। সাধারণত পায়ের শিরার ভালভগুলো হৃৎপিণ্ডে রক্তের প্রবাহ সচল রাখে, তবে সিভিআই এসব ভালভকে ক্ষতিগ্রস্ত করে পায়ে রক্ত জমাট বাঁধায়। এর ফলে পায়ের শিরায় চাপ বাড়ে এবং পা ফোলা ও আলসারের মতো লক্ষণ দেখা দেয়।
প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন বারবাবেলা সংক্ষিপ্ত এক লিখিত বার্তায় জানান,পা সামান্য ফোলা দেখার পর পুঙ্খানুপুঙ্খ স্বাস্থ্য পরীক্ষা করেছেন ডনাল্ড ট্রাম্প। এতে ধমনির রোগের মতো আরও মারাত্মক অবস্থা পরিলক্ষিত হয়নি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে সংক্ষিপ্ত লিখিত বার্তাটি পড়ে শোনান। পরবর্তী সময়ে সেটি প্রকাশ করে হোয়াইট হাউস।
বারবাবেলা জানান, ৭৯ বছর বয়সী ট্রাম্পের সার্বিক স্বাস্থ্যের অবস্থা ‘চমৎকার’।