ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ম্যাক্রোঁর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৩০ ২০২৫, ১১:৫০

ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: এএফপি

ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: এএফপি

  • 0

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও গাজা উপত্যকায় চলমান সহিংসতা বিশ্ব নেতাদের উদ্বিগ্ন করে তুলেছে। এই প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক জোরালো বার্তা দিয়েছেন। ইসরাইলের সামরিক অভিযানে বেসামরিক মানুষের মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি আন্তর্জাতিক অঙ্গনে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন। ম্যাক্রোঁর এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক অবস্থানের আহ্বান জানিয়েছেন, যদি গাজায় চলমান মানবিক সংকটের সমাধানে ইসরায়েল দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেয়। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি মানবিক সহায়তা প্রবাহে বাধা প্রদান অব্যাহত রাখে, তবে ইউরোপীয় দেশগুলোকে সম্মিলিতভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাও রয়েছে ।

সিঙ্গাপুর সফরের সময় ম্যাক্রোঁ বলেন, ‘গাজায় পানি, খাদ্য ও ওষুধ সরবরাহ এবং আহতদের সরিয়ে নেওয়া এখন অগ্রাধিকার। যদি আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী সাড়া না পাওয়া যায়, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে’ ।

তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং রাজনৈতিক প্রয়োজনীয়তা ।

ম্যাক্রোঁর এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইসরাইল পশ্চিম তীরে ২২টি নতুন বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়েছে ।

ফ্রান্স ও সৌদি আরব আগামী ১৭ থেকে ২০ জুন পর্যন্ত একটি জাতিসংঘ-সমর্থিত সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ নির্ধারণের পরিকল্পনা রয়েছে ।

এই প্রেক্ষাপটে, ম্যাক্রোঁর আহ্বান ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইসরাইলের প্রতি কঠোর অবস্থান গ্রহণের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যদি ইসরাইল মানবিক সহায়তা প্রবাহে বাধা প্রদান অব্যাহত রাখে, তবে ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ।