সরকার পতনের দাবিতে শুক্রবার বিএনপির ‘গণমিছিল’

টিবিএন ডেস্ক

আগস্ট ১৫ ২০২৩, ১৩:৪৯

ঢাকায় বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: ইউএনবি

ঢাকায় বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: ইউএনবি

  • 0

বিএনপি তাদের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়কের সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঢাকাসহ বাংলাদেশের সব মহানগরে মিছিল করবে।

এছাড়া অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ ও ১৯ অগাস্ট কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

দলের স্থায়ী কমিটির সোমবার রাতে ভার্চুয়াল বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করে।

রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ, লুটেরা ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করা হবে।’

রিজভী জানান, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী অন্য বিরোধী দল ও জোট একই দিনে নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি পালন করবে।

রিজভী বলেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি ১৭ অগাস্ট সারাদেশে লিফলেট বিতরণ করবে এবং ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে মিছিল করবে।

‘খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিএনপির পক্ষ থেকে বুধবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করা হবে।’

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

বিএনপিসহ সমমনা দলগুলো তাদের এক দফা আন্দোলনের শেষ কর্মসূচির অংশ হিসেবে গত ৯ অগাস্ট রাজধানীতে মিছিল করে।

এর আগে গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা দলগুলো দাবি আদায়ে এক দফা আন্দোলনের ঘোষণা দেয়।

তাদের দাবির মধ্যে রয়েছে বর্তমান ‘ফ্যাসিবাদী, স্বৈরাচারী, জনগণের ভোট লুটকারী ও অবৈধ’ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সবার অংশগ্রহণমূলক নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং সব মিথ্যা সাজা বাতিল করা।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে গত বছরের ডিসেম্বরে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিএনপি ও সমমনা দল ও জোট একযোগে আন্দোলন শুরু করে।


0 মন্তব্য

মন্তব্য করুন