অ্যামেরিকায় জন্ম নিয়েও অভিযানে গ্রেপ্তার, নম্বর দেখিয়ে ছাড়া পেলেন তরুণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২৫ ২০২৫, ২২:৩২

অভিযানে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয় ২৫ বছর বয়সী লিওনার্দো গার্সিয়া ভেনেগাসকে। ছবি: নটিসিয়াস টেলেমুন্ডো

অভিযানে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয় ২৫ বছর বয়সী লিওনার্দো গার্সিয়া ভেনেগাসকে। ছবি: নটিসিয়াস টেলেমুন্ডো

  • 0

নটিসিয়াস টেলেমুন্ডোকে ভেনেগাস জানান, তার ওয়ালেট থেকে আইডিটি নিয়ে নেয় কর্তৃপক্ষ। এরপর হাতকড়া পরানোর আগে তাকে জানায়, সেটি ভুয়া।

অভিবাসন আইন বাস্তবায়ন অভিযানে গ্রেপ্তার হওয়ার পর নাগরিকত্বের পরিচয় বহনকারী সোশ্যাল সিকিউরিটি নম্বর দেখিয়ে ছাড়া পেয়েছেন অ্যামেরিকায় জন্ম নেওয়া এক তরুণ।

এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, অভিযানে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয় ২৫ বছর বয়সী লিওনার্দো গার্সিয়া ভেনেগাসকে। তিনি রিয়েল আইডি দেখানোর পরও সেটি আমলে নেননি অভিযানে আসা কর্মকর্তারা।

নটিসিয়াস টেলেমুন্ডোতে সম্প্রচারিত গ্রেপ্তারের ভিডিওতে দেখা যায়, গত বুধবার অ্যালাবামার ফোলি সিটির একটি কর্মস্থল থেকে ভেনেগাসকে ধরে অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে আসা কর্মকর্তারা তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে দেন। গ্রেপ্তারের সময় একজনকে বলতে শোনা যায়, ‘সে একজন নাগরিক’।

নটিসিয়াস টেলেমুন্ডোকে ভেনেগাস জানান, তার ওয়ালেট থেকে আইডিটি নিয়ে নেয় কর্তৃপক্ষ। এরপর হাতকড়া পরানোর আগে তাকে জানায়, সেটি ভুয়া।

অ্যামেরিকায় বিমানে যাতায়াত ও ফেডারেল ভবনগুলোতে প্রবেশের ক্ষেত্রে আইন অনুযায়ী রিয়েল আইডি দেখাতে হয়। একে পরিচয়ের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তার ধরন হিসেবে বিবেচনা করা হয়।

নটিসিয়াস টেলেমুন্ডোকে ভেনেগাস আরও জানান, অভিযানে আসা লোকজন খুব বাজেভাবে তাকে ধরে। খুব শক্তভাবে হ্যান্ডকাফ পরানো হয় তার হাতে। গাড়িতে ওঠানোর পর কর্মকর্তাদের সোশ্যাল সিকিউরিটি নম্বর দেখিয়ে ছাড়া পান তিনি।

এ গ্রেপ্তার মানসিকভাবে দুর্বল করে দিয়েছে ফ্লোরিডায় জন্ম নেওয়া ভেনেগাসকে। কারণ অভিযানে আসা কর্মকর্তারা অবৈধভাবে অ্যামেরিকায় থাকা তার ভাইকে গ্রেপ্তার করেছে।