ক্যালিফোর্নিয়ার চার্চের বাইরে ১৬ অভিবাসী, নৈতিকতা নিয়ে প্রশ্ন

টিবিএন ডেস্ক

জুন ৪ ২০২৩, ২১:০৯

'রাষ্ট্র অনুমোদিত অপহরণ কোন পাবলিক পলিসি হতে পারে না। এটি অনৈতিক ও ঘৃণ্য একটি কাজ'-স্টেইট অ্যাটর্নি জেনারেল রব। ফাইল ছবি

'রাষ্ট্র অনুমোদিত অপহরণ কোন পাবলিক পলিসি হতে পারে না। এটি অনৈতিক ও ঘৃণ্য একটি কাজ'-স্টেইট অ্যাটর্নি জেনারেল রব। ফাইল ছবি

  • 0

টেক্সাস হয়ে অ্যামেরিকায় প্রবেশ করা ভ্যানিজুয়েলা ও কলম্বোর ১৬ জন অভিবাসীকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের একটি চার্চের বাইরে নামিয়ে দেয়া হয়েছে। এ ঘটনাকে চরম অনৈতিক কাজ বলছেন সংশ্লিষ্টরা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ও অভিবাসী-অধিকার আইনজীবীদের বরাতে শনিবার এ তথ্য জানা যায়। একটি চার্টাড বিমানে করে অভিবাসীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল।

পিকো ক্যালিফর্নিয়ার ক্যাম্পেইন ডিরেক্টর এডি কারমোনা জানান, শুক্রবারে স্যাক্রামেন্টোর রোমান ক্যাথলিক ডায়োসিসের সামনে অভিবাসীদের নামিয়ে দেয়া হয়। সে সময় তাদের প্রত্যেকের কাছে একটি ব্যাকপ্যাকের সমান জিনিসপত্র ছাড়া আর কিছু ছিল না।

তিনি বলেন, ‘ইতোমধ্যে অভিবাসীদের অ্যামেরিকান অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জানাতে কাজ শুরু হয়েছে। পাশাপাশি তাদের এসাইলামের মামলার তারিখ দেয়া হয়েছে।’

কারমোনা বলেন, ‘তাদেরকে মিথ্যা বলা হয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা হয়েছিল। স্যাক্রামেন্টোতে নামার পর কোথায় আছেন সে সম্পর্কে অভিবাসীদের কোনো ধারণাই ছিল না।’

স্টেইট অ্যাটর্নি জেনারেল রব বোন্টা শনিবার এক বিবৃতিতে জানান, অভিবাসীদের কাছে ফ্লোরিডা স্টেইট গভর্নরের নথি রয়েছে।

বোন্টা আরও বলেন, রাষ্ট্র অনুমোদিত অপহরণ কোন পাবলিক পলিসি হতে পারে না। এটি অনৈতিক ও ঘৃণ্য একটি কাজ।

বোন্টা জানান, এই অভিবাসীদের ক্যালিফোর্নিয়ায় আনার বিষয় নিয়ে তদন্ত করছে তারা, সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।

নিউজম জানান, ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ ঘটনাটির তদন্ত করছে। 


0 মন্তব্য

মন্তব্য করুন