১০ বছর পর পণ্য ডেলিভারি, যা ব্যাখ্যা দিল অনলাইন বিক্রয়কারী প্রতিষ্ঠান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭ ২০২৫, ১৪:৩৮

দশ বছর আগে এক জোড়া পুতুলের চোখ কিনেন চীনা নারী লি। ছবি: এনডিটিভি

দশ বছর আগে এক জোড়া পুতুলের চোখ কিনেন চীনা নারী লি। ছবি: এনডিটিভি

  • 0

দশ বছর পর পণ্য ডেলিভারির ব্যাখ্যা দিয়েছে বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, চোখগুলো হাতে তৈরি এবং বিদেশি এক নির্মাতার কাছ থেকে কিনে তারা বিক্রি করেন। প্রায় দশ বছর আগে নির্মাতার সঙ্গে তাদের ব্যবসায়িক যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কাঁচামালের যোগান ওই সময় ওঠানামা করছিল।

সময়টা ২০১৫ সাল। নিজের তৈরি করা একটি পুতুলে হাতে তৈরি চোখ বসাতে একটি অনলাইন প্রতিষ্ঠানে যোগাযোগ করেন চীনের বাসিন্দা লি। কথা ছিল কিছুদিনের মধ্যেই পুতুলের জন্য তৈরি এক জোড়া তিনি চোখ হাতে পাবেন।

এরপর একে একে কেটে যায় দশ বছর। ইতোমধ্যে অনলাইনে এ কেনাকাটার কথা চলে যায় স্মৃতির আড়ালে।

হঠাৎএকদিন অনলাইন প্রতিষ্ঠানটি থেকে ফোন আসে লির নম্বরে। কর্তৃপক্ষ জানায়, দশ বছর আগে অর্ডার করা পুতুলের এক জোড়া চোখ এখন প্রস্তুত।

মজার এ ঘটনাটি লি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

লি তার শেয়ার করা পোস্টে জানান, ওই সময় তিনি চোখ জোড়ার জন্য ৫১৫ ইউয়ান মুদ্রা পরিশোধ করেছিলেন, কিন্তু ডেলিভারি না আসায় একসময় তিনি এটির কথা ভুলে যান। সেই সঙ্গে নিজের তৈরি পুতুলটির কাজ সম্পাদন করে অনেক আগেই বিক্রি করে দেন লি।

মজার ছলে লি জানতে জানতে চান, সদ্য পাওয়া চোখ দুটি এখন কি কাজে লাগতে পারে। পোস্টে আরও বলেন, ক্রয় করা পণ্যের সঙ্গে অতিরিক্ত এক জোড়া চোখও উপহার হিসেবে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে দশ বছর পর পণ্য ডেলিভারির ব্যাখ্যা দিয়েছে বিক্রয়কারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, চোখগুলো হাতে তৈরি এবং বিদেশি এক নির্মাতার কাছ থেকে কিনে তারা বিক্রি করেন। প্রায় দশ বছর আগে নির্মাতার সঙ্গে তাদের ব্যবসায়িক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

একই সঙ্গে কাঁচামালের যোগান ওই সময় ওঠানামা করছিল। তবে বহু বছর আগে ক্রয়কারীদের পণ্যগুলো পৌঁছে দিতে তারা ওই নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন। লি ছাড়াও সম্প্রতি আরও বেশ কয়েকজন পুরনো ক্রেতার পণ্য ডেলিভারি দিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।