মিসিসিপিতে রেস্তোরাঁয় গুলি, নিহত ১

টিবিএন ডেস্ক

মে ৬ ২০২৩, ২১:২৯

ছবি: সান হেরাল্ড

ছবি: সান হেরাল্ড

  • 0

মিসিসিপির একটি রেস্তোরাঁয় গভীর রাতের পার্টিতে দুর্বৃত্তের গুলিতে এক জন নিহত ও অন্তত সাত জন আহত হয়েছেন।

ওশান স্প্রিংসের পুলিশ চিফ মার্ক ডানস্টনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মিসিসিপির সংবাদপত্র সান হেরাল্ড। 

রেস্তোরাঁটির নাম স্ক্র্যাচ কিচেন। সেখানে শুক্রবার ‘সিনকো ডি মায়ো’ নামে একটি পার্টি চলছিল।

জ্যাকসন কাউন্টির ডেপুটি করোনার জেমস প্রিসক মধ্যরাতের পরপরই গুলিবিদ্ধ ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

স্ক্র্যাচ কিচেনের মালিক ব্রিটানি আলেকজান্ডার বলেন, ‘ঘটনার সময় রেস্তোঁরায় প্রায় ২০০ জন লোক উপস্থিত ছিলেন। সিকিউরিটি চেকিংয়ের সময় বন্দুকধারী নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে।’


0 মন্তব্য

মন্তব্য করুন